30 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

জন জীব বৈচিত্র নথিকরন কর্মশালা

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ ৩০শে আগস্ট, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বিডিও অফিসের বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাকক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের জীব বৈচিত্র পর্ষদের সহযোগীতায় বংশীহারী ব্লকের ব্যবস্থাপনায় জীব বৈচিত্র ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে একটি জীব নথিকরন কর্মশালার আয়োজন করা হয়। এদিন উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের জন জীব বৈচিত্র পর্ষদের গবেষক ডঃ অনির্বাণ রায়। দুপুরে সভাকক্ষে এলাকার কিছু সচেতন পরিবেশ প্রেমী মহিলা পুরুষদের নিয়ে এই কর্মশালাটি হয়। তাদের পরিবেশ ও জীব জন্তুদের নিয়ে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেন অনির্বাণ রায়। এ বিষয়ে ডঃ অনির্বাণ রায় বলেন, আজ পরিবেশের বিভিন্ন গাছপালা, জীব জন্তু, মাছেদের জীবন বিপন্ন। পাশাপাশি বিলুপ্তপ্রায়, তাদের সংরক্ষন ও ২০০২ সালের একটি বিশেষ আইন অনুযায়ী মারা বা নষ্ট করা আইনত দন্ডনীয় অপরাধ। এই সব বিষয়ে মানুষকে সচেতন করতেই এলাকার কিছু পরিবেশ প্রেমীদের নিয়ে আজকের এই বিশেষ কর্মশালা, তাছাড়া আজ এই জেলার মোট ৪টি পঞ্চায়েত সমিতির সভাকক্ষে কর্মশালাটি চলছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles