শান্তনু বিশ্বাস, আমডাঙাঃ আমডাঙা থানার আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল। ২৯শে আগস্ট (বুধবার) রাতারাতি আইসি পদ থেকে সরিয়ে দেওয়া হল মানস দাসকে। নতুন আইসি হিসেবে যোগদান করলেন তুষার বিশ্বাস। সকাল থেকেই পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স দিয়ে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। স্থলপথের পাশাপাশি জলপথেও চলছে পুলিশি টহল। নতুন করে যাতে আর অশান্তি না ছড়ায় তার জন্য প্রস্তুত প্রশাসন। এখনও গোটা এলাকা রয়েছে থমথমে, আতঙ্কীত সাধারণ মানুষ।
Thank you for reading this post, don't forget to subscribe!