Thank you for reading this post, don't forget to subscribe!
শান্তনু বিশ্বাস, হাবড়াঃ বছর ২০ আগে মৃত্যু হয় বাবার। তাঁর সই জাল করে পুরও সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা বড় ছেলের এমনটাই অভিযোগ পুরিবারের। ঘটনাটি ঘটে হাবড়া থানার অন্তরগর্ত রাউতারা পঞ্চায়েতের ছোট কোলা এলাকায়। পুলিশি সুত্রে জানা গিয়েছে, মৃত্যু বিপিন বিহারী দাসের দুই পুত্র। বড়ো ছেলে রঞ্জন রুই দাস ও ছোট ছেলে হারান দাস। বাবা বিপিন বিহারি দাসের আট শতক জমি ছিল। সেই জমিতে দুই ছেলের পরিবার নিয়ে থাকতো। ছোট ভাই হারান দাস মারা যাওয়ার পর তার ছেলে সম্রাট দাস ও মা নদীয়া জেলায় মামা বাড়িতে চলে যায়। বেশ কিছু দিন কেটে যাওয়ার পর জানতে পারে পুরো জমি রঞ্জন বাবু মৃত বাবার সই জাল করে নিজের নামে করে নিয়েছে। পরে সব বুঝে হারান দাসের ছেলে সম্রাট দাস হাবড়া থানায় অভিযোগ দায়ের করে তার জ্যাঠার বিরুদ্ধে। অভিযোগে লেখা আছে, দাদুর সই জাল করে তার জ্যাঠা সমস্ত জমি হাতিয়ে নিয়েছে। সেই মত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। ২৭শে আগস্ট, সোমবার রাতে অভিযুক্ত রঞ্জন রুই দাস (৫০) কে গ্রেফতার করে। জানা গিয়েছে, পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেছে তার জালিয়াতির কথা। ধৃত কে ২ দিনের পুলিশি হেপাজত চেয়ে ২৮শে আগস্ট, মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।