32 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

সোদপুরের পর এবার অশোকনগরে মোমো গেমে আতঙ্কীত প্রথম বর্ষের এক ছাত্রী

শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ এক বছর আগে ঠিক আগষ্ট মাসে গোটা রাজ্য যখন ব্লুহোয়েল গেমে আতঙ্কিত ছিল, প্রাণ গিয়ে ছিল বেশ কিছু যুবক-যুবতীর। তাঁর এক বছরের মাথায় অথাৎ সেই আগষ্ট মাসে আবার দেখা গেল এক ভিন্ন রকমের গেম যেটা কিনা আমাদের মোবাইলে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিকার করছে বাচ্চাদের। এখন মোমো আতঙ্কে আতঙ্কিত গোটা রাজ্যবাসী। উওর ২৪ পরগনার সোদপুরের পর এবার অশোকনগর কল্যানগড় রকেটমোর এলাকায় মোমো আতঙ্কে চৈতন্য কলেজের প্রথম বর্ষের ছাত্রি অনিষা দে। রবিবার রাতে তার ফোনের হোয়াটসঅ্যাপে প্রথমে একটা মেসেজ আসে, তখন সে ভেবে ছিল হয়তো কোন বন্ধু বান্ধব ইয়ারকি মারছে। তাই সে ছবিটি স্ট্যাটাসে দিয়ে লেখে এই ধরনের ইয়ারকি তার সাথে মারতে না, তাহলে পুলিশে জানাতে বাধ্য হবে। সাথে সাথে মোমোর তরফ থেকে জানায় সে পুলিশকে ভয় পায়না। তারপরেই ছাত্রী তার পরিবারের সকলকে জানায় ব্যাপারটি। এবং পরে ব্লক করে দেয় নাম্বারটি কে। সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় যোগাযোগ করে ঘটনার কথা জানালে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করে বলে আতঙ্কের কিছু নেই এবং ব্লক করে রাখার পরামর্শ দেন। ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করলে কিছুটা স্বস্তির মুখ দেখে যায় ছাত্রী সহ পরিবারের।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles