Thank you for reading this post, don't forget to subscribe!
শান্তনু বিশ্বাস, হাবড়াঃ ২৭শে আগস্ট, সোমবার পঞ্চায়েত গঠন করলো তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগণার হারড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে শপথ গ্রহন করেন তৃনমূল কংগ্রেসের জয়ী প্রার্থী রত্না বিশ্বাস। এছাড়াও তৃনমূল কংগ্রেসের জয়ী প্রার্থী উপপ্রধান চন্দন ঘোষ। মোট ২৯টি আসনের ২৯টিতেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এদিন শান্তিপূর্বক পঞ্চায়াত গঠন হয়। নিরাপত্তা ছিল আটো সাটো যাতে কোন রকম গন্ডগোল সৃষ্টি না হয়। শপথ গ্রহনের পর রত্না বিশ্বাস বলেন, প্রধান হিসাবে তার প্রথম কাজ মানুষ কে নিরাপত্তা দেওয়া, পাশে থাকা। এছাড়াও সাধারণ মানুষ যাতে বাঁচতে পারে ও শান্তিতে বসোবাস করতে পারে সেইটা আমার লক্ষ্য থাকবে।