33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

গাইঘাটা এবং বাগদায় পঞ্চায়েত র্বোড গঠন করল বিজেপি

জয় চক্রবর্তী, গাইঘাটাঃ পঞ্চায়েত ভোটের ফলাফল বেরনোর প্রায় ১০২ দিনের মাথায় পঞ্চায়েত গঠন করলো বিজেপি। উত্তর ২৪ পরগণার গাইঘাটার ধর্মপুর-২ পঞ্চায়েতের প্রধান হিসাবে শপথ গ্রহন করেন বিজেপির নীলাদ্রী ঢালী, পেশায় তিনি স্কুল শিক্ষক। মোট ১৬ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৮টি, তৃণমূল ৬টি ও নির্দল ২টি। যার মধ্যে একটি বিজেপিতে আর একটি তৃণমূলে গিয়ে বিজেপি ৯ টা সিট নিয়ে পঞ্চায়েত ঘটন করে। পঞ্চায়েত গঠনের পর আনন্দে মাতোয়ারা বিজেপি কর্মী সমর্থকরা। শপথ গ্রহনের পর নীলাদ্রী ঢালী বলেন, তার প্রথম কাজ হবে গরীবের সেবা করা ও মানুষের পাশে থাকা। এই বিষয়ে প্রক্তন প্রধানের স্বামী সুভাষ হালদার বলেন তাদের এই হারের পিছনে গাইঘাটা পঞায়েত সমিতির সহ সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহর হাত রয়েছে। তিনি দলে থেকে দলের ক্ষতি করছেন। গোবিন্দ দাস কে হারানোর জন্য বিজেপিকে সাহায্য করেছেন। অপরদিকে ২৭শে আগস্ট, সোমবার বাগদা ব্লকে ৪ টি গ্রাম পঞ্চায়েত গঠন হয়েছে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত, মালিপোতা গ্রাম পঞ্চায়েত ও কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি জয়ী প্রার্থী মোট ৯ জন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ৪ জন, ১ জন কংগ্রেস ও ১ জন সিপিএম প্রার্থী। গ্রাম পঞ্চায়েত গঠনের মধ্যে কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির বোর্ড গঠনে প্রধান হন অনামিকা বিশ্বাস।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles