শান্তনু বিশ্বাস, বসিরহাটঃ পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ২৬শে আগস্ট, রবিবার বিকেলে বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকায় বেশকিছু বিদেশিদের ঘোরাফেরা করতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের সকলকে আটক করেন বসিরহাট থানার পুলিশ। জানা যায় এ দিন সকালে বসিরহাটের ঘোজাডাঙ্গা এলাকার বিএসএফের হাতে আটক হন ওই রোহিঙ্গার দলটি। কিন্তু পরে তাদের ছেড়েও দেয় বিএসএফ। তাদের কাছে (ইউ এন এইচ আর) এর পরিচয় পত্র থাকায় বিএসএফ তাদের ছেড়ে দেয় বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। রোহিঙ্গা দের দলে রয়েছে ১৯ জন পুরুষ ও মহিলা এবং ১৩ জন শিশু। ধৃতদের জিজ্ঞাসা করে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে এদেশে আসে তারা। সেই থেকে দলটি থাকতো দিল্লিতে। এদিন বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যেই ঘোজাডাঙ্গা দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল ওই রোহিঙ্গা দলটি।