32 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

 

মিজান রহমান, ঢাকাঃ যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ২২শে আগস্ট, বুধবার রাজধানী ঢাকা সহ সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হল। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও কোরবানির মধ্য দিয়ে পালন করেছেন তাদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানী ঢাকা সহ দেশের ধর্মপ্রাণ লাখো-কোটি মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছে। সকাল ৮ টায় রাজধানী ঢাকায় প্রধান ঈদ জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ উৎসব আমেজে সেখানে নামাজ পড়েন। নামাজ শেষে রাষ্ট্রপতি উপস্থিত সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles