শান্তনু বিশ্বাস, বসিরহাটঃ উত্তর ২৪ পরগণার বসিরহাটের স্বরূপনগর থানার নবাৎকাটি গ্রামের তৃণমূল নেতা আকবর মোল্লা ও তার ছেলে পারভেজ মোল্লা ২১শে আগস্ট, মঙ্গলবার রাত ১১টা নাগাদ নবাৎকাটি থেকে তাদের মুদিখানার দোকান বন্ধ করে ভিন্ন বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। পারভেজ বাড়ি ফেরার পথে লক্ষ্য করে তাদের দোকান থেকে প্রায় ৫০০ মিটার দূরে রাতের অন্ধকারে একটি সাদা রঙের চারচাকা গাড়ি ও কয়েকজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। ছেলে বাড়িতে ফিরলেও বাবা বাড়িতে ফেরেনি। যত রাত বাড়ে, তত দুশ্চিন্তা বাড়ে পরিবারের। তারপর তারা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। তারা লক্ষ্য করে যে, যেখানে সাদারঙের গাড়িটা দাঁড়িয়েছিল সেখানে তার বাবার বাইকটা পড়ে আছে, কিন্তু সাদা রঙের গাড়িটা উধাও। মঙ্গলবার রাতেই স্বরুপনগর থানায় প্রথমে আকবর মোল্লার পরিবার একটি নিখোঁজ ডায়েরি করে ও তার পরে অপহরণের অভিযোগ করে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল মিলিয়ে দুবার ফোন আসে পরিবারের কাছে, প্রথমে আকবর মোল্লার ভালো থাকার সংবাদ ও পরে মুক্তিপণের দাবী। যে ফোন থেকে ওই মুক্তিপণ দাবী করা হয়, সেই ফোনের নম্বর ধরে পুলিশ এলাকা চিহ্নিত করার চেষ্টা করছে।
Thank you for reading this post, don't forget to subscribe!