শান্তনু বিশ্বাস, হাবড়াঃ উওর ২৪ পরগনার হাসনাবাদ এলাকায় বেশ কিছু দিন আগে সাপ নিয়ে মনসা গান করতে গিয়ে মৃত্যু হয় এক মহিলার। জানা গিয়েছিল, হাসপাতালে নয়া নিয়ে গিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে নিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল সেই মহিলার। এবার হাসনাবাদ থেকে কয়েক কিলোমিটার দূরে বাদুড়িয়া থানার অন্ততর্গত দক্ষিণ বেনা গ্রাম এলাকায় সাপের কামড়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। বছর ১৯-এর ছাত্র সোহাগ হোসে। এ বছরেই বাদুড়িয়ার কেওটসা হাইস্কুলের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ছিল সে।
Thank you for reading this post, don't forget to subscribe!
পরিবার সূত্রের খবর, ২১শে আগস্ট, মঙ্গলবার রাত প্রায় ২:৩০ নাগাদ ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায় তাকে। বুঝতে পারে নি কী সাপ। ২২শে আগস্ট, বুধবার সকালে পরিস্থিতি অবনতি হওযায় হাবড়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে তাকে। ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।