Thank you for reading this post, don't forget to subscribe!
শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ রাজ্যের প্রথম পরীক্ষামূলক অনুসন্ধান চালিয়ে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যানগড় পৌরসভায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। সেই গ্যাস ব্যবহার করা যাবে কি না, ব্যবহার করা গেলে কোন কোন কাজে লাগবে, এই সমস্ত বিষয় এখন পরীক্ষার স্তরে রয়েছে। ২ দিন আগে মাটির তলা থেকে পাইপের সাহায্যে সেই গ্যাস বের করে আগুন লাগিয়ে দেখা হয়েছে। সোমবার বিকেলে জমির নীচ থেকে পাইপের মাধ্যমে আগুন বেরতেই সংস্থার কর্তা ও কর্মচারীরা উল্লাসে ফেটে পড়েন। পাইপের মুখ থেকে আগুনের শিখা দেখতে এলাকার প্রচুর মানুষ উত্তেজনা সহ জমায়েত করছেন। অশোকনগর কল্যাণগড় পুরসভার এক আধিকারিক বলেন, এই গ্যাস মানুষের ব্যবহারের কাজে লাগলে, রাজ্য তথা দেশের প্রচুর মানুষ উপকৃত হবেন। সেই সঙ্গে অশোকনগর হাবড়া সহ জেলার অর্থনৈতিক চেহারাও পাল্টে যাবে এক অংশ মনে করছে।
অশোকনগর কল্যাণগড় পুরসভা সুত্রে আরও জানা গিয়েছে, প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেতে ওএনজিসি কর্তৃপক্ষ অশোকনগর কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাইগাছি এলাকাটি চিহ্নিত করে। যেহেতু ওই এলাকাটি পুরসভার অন্তর্গত, তাই ওএনজিসি কর্তৃপক্ষ পুরসভাকে চিঠি দিয়েছিল ৬ মাস আগে। পুরসভা নো-অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেয়। মোট ৫ বিঘা জমির ওপর এই গবেষণার কাজ হয়েছে। এই জমিটি ছিল রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সরকারি জমি। অশোকনগর কল্যাণগড় পুরসভার এক কর্তৃপক্ষ জানিয়েছে, মাস ছয় আগে থেকে ওএনজিসি কর্তৃপক্ষ কাজ শুরু করে। তবে, ওই জমিতে কিছু জবরদখলদার ছিল। তারা প্রথমে বাধা দেয়। কিন্তু, পুরসভার কর্তৃপক্ষের কাছে তাদের জমির দলিল দেখাতে না পারলে বিষয়টি মিটে যায়।
অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, ৬ মাস ধরে অনুসন্ধান চালানোর পর, ২ দিন আগে ওএনজিসি কর্তৃপক্ষ আমাদের অশোকনগরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। এটা খুবই আনন্দের খবর। কারণ, এই গ্যাস যদি মানুষের প্রয়োজনে লাগে তাহলে সবারই উপকার হবে। তিনি আরও বলেন, আমরা প্রথম দিন থেকে ওএনজিসি কর্তৃপক্ষকে সহযোগিতা করেছি। জমির জবরদখল নিয়ে একটা সমস্যা হয়েছিল। বর্তমানে কোনও সমস্যা নেই। জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক বলেন, আমরাও শুনলাম প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ওএনজিসি কর্তৃপক্ষ আমাদের লিখিত কিছু জানায়নি। ওরা জানালেই আমরা এ ব্যাপারে বলতে পারব।