ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
২০ শে জানুয়ারি দিল্লির বাওয়ানার বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হাড়াল কমপক্ষে ১৭ জন। যাদের মধ্যে ১০জনই মহিলা। এই ঘটনায় গ্রেফতার করা হয় বাজি কারখানার মালিক মনোজ জৈনকে।
প্রসঙ্গগত ২০ শে জানুয়ারি সন্ধ্যে নাগাদ বাওয়ানার ওই বাজি কারখানায় আগুন লাগে। আর ঠিক সে সময় কারখানায় বহু মানুষ কাজ করছিলেন। উল্লেখ্য এই ঘটনার জেরে আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পর প্রাণ বাঁচাতে কারখানার ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন কারখানার দুই কর্মী। পুলিশ সূত্রে খবর, সারা শরীরে গুরুতর চোট নিয়ে বর্তমানে তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছে । মূলত এদিন রাতভর চলেছে উদ্ধারকাজ। বর্তমানে এখনো মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।