জয় চক্রবর্তী, গাইঘাটাঃ বন্ধুর আমন্ত্রণে মদের আসরে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক্সসাইড কম্পানিতে কর্মরত অর্ঘ্য মুখার্জি নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছে গাইঘাটার বাঙলানি সোনাটিকারি গ্রামে। প্রাথমিক পরিক্ষায় জানা গিয়েছে, অর্ঘ্য মুখার্জির বাড়ি সোয়দপুর, অর্ঘ্য ও তার ২ই বন্ধু একটি গাড়িতে করে মদের আসরে যোগ দান করে ৫ টা নাগাদ, কিন্তু সেখানেই ঘটে এই ঘটনা। পরে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তার অর্ঘ্যকে মৃত বলে ঘোষণা করে। জোর পূর্বক অর্ঘ্যর দেহ কে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গেলে বনগাঁ থানার পুলিশ ৩ জনকে আটক করে।
You May Share This