অমিয় দে, রায়দীঘিঃ প্রতিদিনের মতো আজও বাড়ির পাশে ঠাকুর তৈরীর কাজে ব্যাস্তছিলো দুই ভাই। দুপুরে প্রবল বৃষ্টির হওয়া সত্ত্বেও কাজ বন্ধ করেনি তারা, সেই সময় হঠাৎ বজ্রাঘাত হয় আর তাতেই গুরুত্বর আহত হয় দুই ভাই। ঘটনাটি ঘটে রায়দীঘি থানার নারায়নপুর হালদারের ঘেড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছিলো কিন্তু ছিল কাজের চাপ। দুই ভাই সুপ্রভাত পাত্র ও গণেশ পাত্র বাড়ির পাশেই ঠাকুর তৈরীর কাজ করছিলো। সেই সময় তাদের থেকে কিছুটা দূরে বাজ পড়ে আর তাতেই গুরুত্বর হয় দুই ভাই। তাদেরকে স্থানীয় রায়দীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাজ পড়ে গণেশের বেশি আঘাত লাগে, তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। সুপ্রভাতের রায়দীঘি হাসপাতালে চিকিৎসা চলছে।