শান্তনু বিশ্বাস, হাবড়াঃ বেশ কিছু দিন ধরে হাবড়া থানার অন্তরগত গৌরবঙ্গ রোডে গত কয়েক মাস ধরে বড়ো ধরনের দূর্ঘটনা ঘটেই চলছে। আহত হয়েছে বেশ কয়েক জন এবং মারা যায় ২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরের মধ্যে গৌরবঙ্গ রোডে যে সমস্ত জাগায় প্রতি নিয়ত দূর্ঘটনা ঘটেছে, সেই ১৩ টি জাগায়, দুই পাশে গাডওয়েল দেওয়া থেকে শুরু করে বাড়তি নজরদারী থাকবে এবার থেকে। দেরিতে হলেই হয়তো এই পদক্ষেপের দরুন বাঁচবে দুর্ঘটনা থেকে অনেক প্রান।