Thank you for reading this post, don't forget to subscribe!
শান্তনু বিশ্বাস, হাবড়াঃ হাবড়া গৌরবঙ্গ রোডে আবার পথ দূর্ঘটনার জেরে প্রান গেল এক ব্যাক্তির। ট্রাকের ধাক্কায় মারাত্বক জখম হয় এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম নিরঞ্জন ব্যাপারী (৩৬) সকালে দিনমজুর থেকে যাচ্ছিল মগরা বাজারের দিকে। হাবড়ার দিক থেকে দুরন্ত গতিতে আসা এক ট্রাক পিছন দিক থেকে ধাক্কা মেরে চলে যায়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতা রেফার করা হলে আরজি করে নেওয়ার পথে আশঙ্কাজনক হওয়ায় বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা জখম নিরঞ্জন ব্যাপারী কে মৃত বলে ঘোষনা করে। ঘটনার প্রতিবাদ ও বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে হাবড়া-মগড়া গৌরবঙ্গ রোডের কান্দেবকাটি এলাকায় অবরোধ করা হয়েছে সকাল ৭টা থেকে প্রায় দুই ঘন্টা। পরে ঘটনাস্থলে পৌছায় মছলন্দুপুর ফাঁড়ি ও দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবার পর অবরোধ তুলে নেওয়া হয়। প্রসঙ্গত, ১৫ই আগস্ট, এক মর্মান্তিক দূর্ঘটনার ছায়া এখনও ভুলতে পারিনি এলাকাবাসী। তার ৪ দিনের মাথায় ফের আরও একটি দূর্ঘটনায় মৃত্যু হল একটি তরতাজা প্রানের। এখন সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, “আর কত মানুষের প্রান কারবে এই গৌরবঙ্গ রোডের বেপরোয়া গাড়ি চলকরা!।