অমিয় দে, বারুইপুরঃ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার উত্তরভাগ চক্রবর্তী আবাদ এলাকায়, তখন ভোর ৪টে, মানুষ কাজের উদ্যেশ্যে সবে বেরিয়েছে, আবার কেউ কেউ ঘুমে মগ্ন। এলাকাবাসীদের দাবি, হঠাৎ আর্তনাতের চিৎকার ভেসে উঠলো। দেখা গেল একটি লরি পরপর চারটি ঘর দুমড়ে-মুচড়ে দিয়েছে। এলাকার মানুষ ছুটে আসার আগেই ড্রাইভার পালিয়েছে। ঘরের মধ্য থেকে ২ জনকে গুরুতর আহত অবস্থায় বার করে বারুইপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ড্রাইভার গাড়ি চালাবার সময় ঘুমিয়ে পড়েছিল, গাড়ির মালিকের খোঁজ চলছে। গুরুতর আহত ২ জন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
You May Share This
14 - 14Shares