জয় চক্রবর্তী, বাগদাঃ রাজু বিশ্বাস (২৩) বাগদা থানার বাকসা এলাকায় বাড়ি, পেশায় ছিল বিদ্যুৎ দফতরের ঠিকাকর্মী, হেলেঞ্চা বাজারে পঞ্চায়েত অফিসের সামনের এলাকায় ১৪ই আগস্ট, মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ বিদ্যুৎ সংযোগ দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে ঝুলে পরেছিল সে৷ স্থানীয়রা ও অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।
You May Share This
1 - 1Share