জয় চক্রবর্তী, বনগাঁঃ ঘটনাটি ঘটে বনগাঁ থানার সবাইপুর জুনিয়র হাইস্কুলে। ২০১৫ সালে জুনিয়ার হাই স্কুল হওয়ার পর থেকে চলে আসছে এ অনিয়ম। ১০০-১৫০ ছেলে মেয়ের পড়ানোর দায়িত্ব সামলাতে একজন মাত্র শিক্ষক, তিনি অবসর নেওয়ার পরে বেশ কিছুদিন বিদ্যালয় আসতেন কিন্তু তিনিও এখন আর আসেন না। বিগত ৬ মাস ধরে নেই কোন শিক্ষক। ছাত্র-ছাত্রীদের শিক্ষিত তিন যুবক এলাকার স্কুলের সম্মান রক্ষার্থে বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন৷ স্কুলে বসার বেঞ্চ নেই, লাইট পাখা নেই। বিদ্যালয় পরিদর্শককে বার বার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এমনই একাধিক অভিযোগ নিয়ে আজ স্কুলের ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা আন্দোলনের পথে নেমেছেন। শিক্ষক নিয়োগের দাবিতে প্লাকার্ড নিয়ে আন্দোলনে শামিল হলেন তারা। আভিভাবকদের বক্তব্য, “আমরা অন্য স্কুলে বাচ্চাদের নিয়ে যাব তার জন্য টিসি দেবারও কেউ নেই”। স্কুল কমিটির এক সদস্য বলেন, “এখান থেকে অন্য স্কুলের দুরত্ব প্রায় চার কিমি। আগামীতে ক্লাস ৮ চালু হবে, গ্রামের প্রায় ১০০ জন ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তায় আছি”।