31 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

৩ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিদেশী ব্যবসায়ী

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

১৯ শে ফেব্রুয়ারি কাঁচামাল সরবরাহকারীদের টাকা আত্মসাতের অভিযোগে বিদেশি এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিন রাতে তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম অ্যারিডেস্ক মন্ড। অভিযোগ, বিধাননগরের LB ব্লকে ফেগান এক্সপোর্ট নামে চামড়া কারখানা রয়েছে তাঁর। সেই কম্পানি বন্ধ করে ৩ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করে তিনি নিজের দেশ অস্ট্রেলিয়ায় পালানোর ছক কষেছিলেন।

মূলত ২০১৩ সালে সল্টলেকের LB ব্লকে ফেগান এক্সপোর্ট নামে একটি লেদার কম্পানি চালু করেন অ্যারিডেস্ক। ব্যবসায় সঙ্গে নেন এক কলকাতার এক বাসিন্দাকে। আর তাঁর এই কম্পানিকে বিভিন্ন সংস্থা কাঁচা চামড়া সাপ্লাই করত।

এছাড়া আরও জানা যায়, ২০১৫ সাল থেকে কোনও সরবরাহকারী সংস্থাকে চামড়ার টাকা দেননি অ্যারিডেস্ক। পুলিশ সূত্রে খবর, এই রকম বেশকিছু সংস্থার কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা প্রতারণা করেছেন তিনি।

অভিযোগ, চলতি মাসের ১৮ তারিখে মেশিন সরিয়ে সল্টলেকের কম্পানি বন্ধ করে গা ঢাকা দেন অ্যারিডেস্ক। এরপরই কোম্পানির প্রায় ২০০ জন কর্মী বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে। তাঁদের বকেয়া টাকা না দিয়ে পালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অবশেষে এদিন রাতে কলকাতা থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তি কলকাতার এক ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা চালু করেন। আপাতত সেই সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রতারণা আর কোনও সংস্থা যুক্ত রয়েছে কি না তা তদন্ত করে দেখছেন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles