জয় চক্রবর্তী, বনগাঁঃ গোপন সুত্রে খবর পেয়ে ডিস্টিক এনফোর্সমেন্ট ব্যাঞ্চ, (দেব) ও বনগাঁ থানা ধরমপুকুর এলাকায় একটি বাড়ীতে হানা দিয়ে প্রায় ১০০টি অবৈধ রান্নার গ্যাস উদ্ধার করে। সাধন বিশ্বাস নামে হাবড়ার এক ব্যক্তি বাড়ি ভারা নিয়ে কেন্দ্রীয় সরকারের উজ্জল যোযনার গ্যাস অবৈর্ধ ভাবে জমায়েত করেছিল, চরা দামে বিক্রি করার জন্য। অভিযুক্ত কে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়েছে ভরা গ্যাসের সিলিণ্ডার ও ফাকা সিলিণ্ডার। দীর্ঘ দিন ধরে অবৈর্ধ গ্যাসের ব্যবসা করছে ঘর ভারা নিয়ে এমনটাই জানা গেছে স্থানীয় সুত্রে। ঘটনার তদন্তে ডিস্টিক এনফোর্সমেন্ট ব্যাঞ্চ।