মিজান রহমান, ঢাকাঃ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মুক্তি যুদ্ধের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের সি আর বি কাঠের বিল্ডিং রক্ষণা বেক্ষণে প্রযোজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে ৯ই আগস্ট, বৃহস্পতিবার কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক, মোঃ মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রাণী সভায় অংশগ্রহণ করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!