জয় চক্রবর্তী, বনগাঁঃ মঞ্জু সরন (৭৫) নামে এক বৃদ্ধার ব্যাঙ্কের বই হারিয়ে যায় মাস চারেক আগে। তারপর থেকে ব্যাঙ্ক সহ একাধিক ব্যক্তির দারস্থ হয়েও তার বই এর ব্যবস্থা কেউ করতে পারেনি৷ মঞ্জু সরনের ৫ ছেলে, কোন সংসারেই ঠাঁই মেলেনি তার৷ স্বামী হারা নিরক্ষর অসহায় অসুস্থ এই বৃদ্ধার বেঁচে থাকার একমাত্র রসদ ব্যাঙ্কের বইতে জমা হওয়া বার্ধক্য ভাতার টাকা। ৯ই আগস্ট, বৃহস্পতিবার সকালে বনগাঁ থানার দরজায় দীর্ঘ সময় বসে খাকতে দেখে গদাধর শিংহ রায় নামে এক পুলিশ অফিসার। সমস্ত ঘটনা জানতে পেরে বৃদ্ধাকে পুলিশের সহযোগিতায় ব্যাঙ্কে নিয়ে গিয়ে পাসবইয়ের ব্যবস্থ্যা করে দেন অফিসার-রা। বনগাঁ শুকপুকুরিয়ার মঞ্জু সরন নামে ওই বৃদ্ধা অত্যন্ত খুশি হয়ে ছলছলে চোখে পুলিশকে আশীর্বাদ করে থানা থেকে বিদায় নেন।
Thank you for reading this post, don't forget to subscribe!