জয় চক্রবর্তী, বাগদাঃ বাগদা থানার ভবানীপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় বনগাঁ দত্তফুলিয়া সড়ক। সড়কে থাকা সেতুর মুখেই এমন বেহাল অবস্থা যে বাইক পর্যন্ত ব্রিজ থেকে ওঠা নামা করতে সমস্যায় পড়ে। এই অভিযোগে বনগাঁ-দত্তফুলিয়া সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয়রা। সকাল ৮ টা থেকে প্রায় ১ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয় ওই সড়ক। স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসন কে জানানো সত্ত্বেও তার কোন সুরাহা হয়নি। বনগাঁ দত্তপুলিয়া সড়ক হয়ে রানাঘাট বর্ধমান কৃষ্ণনগর বিভিন্ন বড় বড় শহর কে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে এই সড়ক, তবুও কারো নজর নেই বলে ক্ষোভ উগরে দিয়েছেন অবরোধকারীরা। সর্বশেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠিয়ে নেয় বিক্ষভকারীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!