বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ মোটর সাইকেল আরোহী সহ একদল সশস্ত্র লোক মোহাম্মদপুরে মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা চালিয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। ৫ই আগস্ট, রবিবার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে এই দাবি করেছে। বিবৃতিতে বলা হয়, মোটর সাইকেল আরোহী সহ একদল সশস্ত্র লোক গত শনিবার মোহাম্মদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহনকারী দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ওই সময় বদিউল আলম মজুমদারের বাড়িতেও ঢিল ছোড়া হয়। তিনি ইতি মধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছেন। হামলায় কারও কোনও ক্ষতি হয়নি জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত ও তার নিরাপত্তায় নিয়োজিত দল অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন। তবে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।
You May Share This