30 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

বাংলাদেশে হজ ফ্লাইটে অনিয়মঃ ৮৫ কোটি টাকা লোকসান!

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ চলমান হজ ফ্লাইটে নানা অনিয়ম আর সংকটের কারণে ৮৫ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের হজ ফ্লাইটের এখনও ৫ হাজার ৭০০ টিকিট অবিক্রিত রয়েছে। ফলে যাত্রী সংকটে বিমানের হজ ফ্লাইট বাতিল হয়েছে ১১টি। এতে বিমানের ৮৫ কোটি টাকা পর্যন্ত রাজস্ব ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটে সমন্বয় করে পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, হজ এজেন্সি গুলোর টিকিট সংগ্রহে অনীহার কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে। বিমান বলছে, হজ এজেন্সি গুলোর সক্ষমতা থাকার পরও প্রায় ৭ হাজার যাত্রী কম পাঠানো হয়েছে।

এ কারণে প্রায় ৮৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব হারিয়েছে প্রতিষ্ঠানটি। ফ্লাইট পরিচালনায় অন্যান্য ব্যয় যুক্ত করলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে আরও বেশি। চারটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজে এ বছর হজযাত্রী পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রত্যেকটিতে আসন সংখ্যা ৪১৯। কিন্তু যাত্রী সংকটে এরই মধ্যে বাতিল হয়েছে ১১টি ফ্লাইট। বাতিলের ঝুঁকিতে রয়েছে আরও ৬টি। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, এ বছর হজ ফ্লাইট গুলো সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য নিয়মিত অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব করা হয়েছে হজ ফ্লাইট নিরভিগ্নে ও নিরাপদে পরিচালনার জন্যই।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles