শান্তনু বিশ্বাস, মিনাখাঁঃ পুলিশদের কি শুধুই চোর-ডাকাত ধরাই কাজ? এর আগেও বেঙ্গলটুডের ক্যামেরায় ধরা পড়ে ব্যারাকপুরের ট্রাফিক পুলিশের বৃক্ষরোপণের দৃশ্য। এবার মুখ্যমন্ত্রীর নির্মল বাংলায় ভাগ নিতে দেখা গেলো বসিরহাট জেলার পুলিশদের। ৩রা জুলাই, শুক্রবার বসিরহাট পুলিশের উদ্যগে মিনাখাঁর পুলিশের সাহায্যে মিনাখাঁ থানার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হলো। মিনাখাঁয় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার এস পি শবরী রাজকুমার, ডি এপ পি হেড কোয়াটার, ডি আই বি, ডি এস পি ট্রাফিক, আই সি হাড়োয়া, মিনাখাঁ পুলিশ মহাকুমার এস ডি পিও সুব্রত দেব, বসিরহাট মহাকুমা শাসক সুপ্রিয় দাস, বিডিও মিনাখাঁ সহ মিনাখাঁ থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। শুক্রবার দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে, মিনাখাঁ বিডিও অফিস চত্বরে গাছ লাগানোর পর মিনাখাঁ হাসপাতাল চত্ত্বরে গাছ লাগান পুলিশের এই উচ্চপদস্থ অফিসার রা। শেষে মিনাখাঁ থানা চত্তরে এসে গাছ লাগান মিনাখাঁ থানার পুলিশ ও বসিরহাট জেলা পুলিশের অফিসার রা। শুধু বৃক্ষরোপণ করলে হবে না, গাছ গুলো কে বাঁচিয়ে রাখার দ্বায়িত্ব সবার এবং সিভিক ভলেন্টিয়ারদের গাছ গুলো সঠিক পরিচার্য করার নির্দেশও দেন মিনাখাঁ থানার পুলিশ আধিকারিক রা।
Thank you for reading this post, don't forget to subscribe!