শান্তনু বিশ্বাস, বাদুড়িয়াঃ ২৮শে জুলাই, শনিবার সন্ধ্যায় কাস্টম ডিপার্টমেন্ট এর একটি দল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাগজোলা বাজারের একটি ঔষধের দোকানে হানা দিয়ে ১০০ এমএল-এর ৫৭৩ টি নিসিদ্ধ কোডাইন ভর্তি বোতল উদ্ধার করে। ২৭শে জুলাই, শুক্রবার গোপন সুত্রে কাস্টম ডিপার্টমেন্ট খবর পায়, ওই দোকানে তরল কোডাইন ভর্তি বোতল আছে। সেই সুত্র ধরে ওই দোকানে হানা দিয়ে এতো পরিমানে তরল কোডাইন ভর্তি বোতল উদ্ধার করে কাস্টম ডিপার্টমেন্ট। এই তরল কোডাইন বর্তমানে যুবকরা নেশার কাজে ব্যবহৃত করে। কাস্টম ডিপার্টমেন্ট এর আধিকারিকরা ধৃত দুই ব্যক্তি কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এক সঙ্গে এতো পরিমানে তরল কোডাইন ভর্তি বোতল কোথায় পেলো? এগুলো কাদের দেওয়া হতো? এর পেছনে বড়ো কোন চক্র আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে আধিকারিকরা।
You May Share This
2 - 2Shares