মিজান রহমান, ঢাকাঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল-১ এর ধানমন্ডি, কলাবাগান, সেগুনবাগিচা ও মন্ত্রীপাড়া এলাকার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে অন্যান্য অঞ্চলে এর উপস্থিতি খুবই নগন্য বলে জানান তিনি। ২৮শে জুলাই, শনিবার সকালে রাজধানীর বীর উত্তম সি আর দত্ত সড়কের কাঁঠালবাগান ঢালে এডিস মশার লার্ভা শনাক্ত করণ ও ধ্বংস করণ শীর্ষক এক কর্মসূচির উদ্বোধন কালে এ কথা বলেন মেয়র।
Thank you for reading this post, don't forget to subscribe!
এর আগে এডিস মশার লার্ভা-প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণ শীর্ষক এক কর্মসূচিতে ডিএসসিসির এই অঞ্চলে ব্যাপকহারে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। এ বিষয় সাঈদ খোকন বলেন, গত ২৫শে জুন থেকে আমাদের এ কর্মসূচি চলাকালে প্রতিটি ওয়ার্ডের বাড়ী-বাড়ী গিয়ে আমাদের কর্মীরা মশার লার্ভা ধ্বংস করেছে। পাশাপাশি এ সব বাড়ীর মালিকদের এই বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৯ হাজার ৫৪২টি বাড়িতে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে। সাঈদ খোকন আরও বলেন, কার্যক্রমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, অঞ্চল-১ এ প্রায় ৪৫ শতাংশ বাড়িতেই মশার লার্ভা পাওয়া গেছে যা খুবই উদ্বেগজনক। এ কারণে আমরা এডিস মশার লার্ভা ধ্বংসকরণে আবারও কর্মসূচি নিয়েছি। এতে অঞ্চল-১ কে বেশি গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান, মন্ত্রীপাড়া ও সেগুনবাগিচা এলাকার বাড়ী গুলোতে এডিস মশার লার্ভা বেশি পাওয়া গেছে। এই এলাকার ৩টি বাড়ীর একটিতে আমরা মশার লার্ভা পেয়েছি। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ২, ৩, ৪, ৫ এলাকার অবস্থা ভালো আছে।