শান্তনু বিশ্বাস, হাবড়াঃ ছেলে বেশ কিছু দিন ধরে বায়না করছিল ১৫ হাজার টাকার মূল্যের একটি মোবাইল কিনে দেওয়ার জন্য। কিনে দিতে না পারায় রাগ করেছিল বাবার অপর ছেলে। রাতে ঘরে একা রাগ করে ঘুমিয়ে পরেছিল। স্থানীয় সূএে জানা যায়, ছেলের সকালে ঘুম থেকে উঠতে দেড়ি হওয়ায় মা ডাকা ডাকি করলে কোন সাড়া না মেলায় জানলা দিয়ে দেখতে পারে গলায় দড়ি আত্মঘাতী হয়েছে সে। দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। মৃত্যের নাম অনুপ মন্ডল (১৮)। ২৬শে জুলাই, বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ এলাকায়।
Thank you for reading this post, don't forget to subscribe!