বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আইজিপি ২৩শে জুলাই বান্দরবান সদর থানার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইজিপি আরও বলেন, যানবাহন সহ লজিস্টিক সাপোর্ট বাড়ানোর ফলে সারাদেশের মত পার্বত্য চট্টগ্রামেও পুলিশের সক্ষমতা বেড়েছে। অতীতের যেকোন সময়ের চেয়ে আইন শৃংখলা পরিস্থিতি ভাল উল্লেখ করে তিনি বলেন, দুর্গম পাহাড়ী এলাকায় দ্রুত সময়ের মধ্যে যাতায়াতের জন্যে পুলিশের পরিবহন সুবিধা বাড়ানো হয়েছে। তিনি বলেন, স্থানীয়দের চাহিদা অনুযায়ী পাহাড়ের বৈশিষ্ট্য সমুন্নত রেখে পুলিশ বিভাগের স্থাপনা সমূহ আকর্ষণীয় ও পর্যটন বান্ধব করে গড়ে তোলা হবে। পরে আইজিপি বান্দরবান জেলা পুলিশ লাইন্স থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে লামা থানা, সোনাইছড়ি, কাগজীখোলা এবং ঘুমধুম পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন করেন। চট্টগ্রামের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার সহ উর্ধতন কর্মকর্তারা এ অনুস্থানে উপস্থিত ছিলেন। বিকেলে আইজিপি জেলা শহরের অদূরে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!