বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ “গুপ্তধনের” সন্ধানে রাজধানীর মিরপুরে একটি বাড়িতে ২১শে জুলাই, শনিবার সকাল থেকে অভিযান চালিয়েছে পুলিশ। মিরপুর-১০ নাম্বার সেকশনের “সি” ব্লকের ১৬ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়িতে সকাল ১০টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই অভিযান শুরু হয়। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের এসি সৈয়দ মামুন মোস্তফা জানান, মিরপুর বেনারসি পল্লীর কাছে জল্লাদখানা বধ্যভূমির পাশের ওই বাড়িটাতে ১৯৭১ সালে একটি জল্লাদখানার মতো ছিল। কয়েক দিন আগে ওই বাড়ির সেই সময়ের মালিকের একজন আত্মীয় থানায় এসে দাবি করেন, এখানে গুপ্তধন আছে। এর পর ওই বাড়ির বর্তমান মালিকের সঙ্গে কথা বলে এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়। দুপক্ষই বাড়িতে গুপ্তধন থাকার কথা জানিয়ে জিডি করায় পুলিশ, আদালত ও অধিদফতরকে বিষয়টি জানায়। এর পর আদালতের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শনিবার বাড়িটি খনন করে কথিত ওই গুপ্তধনের সন্ধান করা হয়। সর্বশেষ খবরে জানা গেছে ঐ খনন কাজ স্থগিত করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!