37 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

শুরু হল সরকারি বাস “বাংলাশ্রী” পরিষেবা, খুশিতে মেতেছে বালুরঘাট বাসী

পল মৈত্র, দক্ষিন দিনাজপুরঃ ২০শে জুলাই, শুক্রবার রাত থেকে বালুরঘাটে শুরু হল সরকারি বাস পরিষেবা "বাংলাশ্রী"। যাত্রী স্বাচ্ছন্দ্যর কথা মাথায় রেখে অত্যাধুনিক এই বাস চালুর পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। দিন কয়েক আগে এই প্রকল্পর সূচনা করা হলেও, ২০শে জুলাই, শুক্রবার বালুরঘাট থেকে প্রথম কলকাতা যাত্রা শুরু হয় এই বাসটির। জানা গিয়েছে, ১৯শে জুলাই, বৃহস্পতিবার কলকাতা থেকে এই গাড়িটি বালুরঘাট ডিপোটে এসে পৌঁছায়। ডাব্লুবিটিসি-র অধীনে বালুরঘাট থেকে প্রতিদিন রাত ৮টা নাগাদ এই বাস রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। ৫০টি আসনের ভলভো এই গাড়িটির ভাড়া ৯৪৫ টাকা। এবং বেসরকারি টিকিট সেলিং এজেন্ট দ্বারা এই বাসের টিকিট পাওয়া যাবে। যাত্রী পরিষেবার নয়া দিগন্তে খুশির হাওয়া বালুরঘাটে। প্রসঙ্গত, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বালুরঘাট ডিপো থেকে ছোট, মাঝারি দূরবর্তী রুটে মোট ৩৬টি বাস পরিষেবা রয়েছে। এর মধ্যে দূরবর্তী বালুরঘাট-কলকাতা রুটে সকালে তিনটি এবং রাতে দুটি বাস চলে প্রতিদিন। এর সঙ্গে এবার চলাচলা শুরু করল অত্যাধুনিক ভলভো। এই পরিষেবা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ডাব্লুবিটিসির অধীনে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles