জয় চক্রবর্তী, বনগাঁঃ ঘটনাটি ঘটে ১৯শে জুলাই, বৃহস্পতিবার বিকালে পেট্রাপোল সীমান্তে। সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে, জামির জামিল খান (৩০) নামে এক যুবক কয়েক বছর আগে বাংলাদেশ সারসা যশোর থেকে ভারতের মহারাষ্ট্রে এসে পাকাপাকি ভাবে বসবাস শুরু করে৷ অবৈধভাবে ভারতীয় পরিচয় পত্র সহ নানা নথিপত্র ও পাসপোর্ট তৈরি করে ফেলে সে৷ গতকাল অভিবাসন দপ্তরের তাকে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারে সমস্ত ঘটনা। জামিরের বাবা, মা বাংলাদেশি৷ বাংলাদেশে নিজের বাড়িতেই যাচ্ছিল সে। অভিবাসন দপ্তর তার বিরুদ্ধে মামলা করে পেট্রাপোল থানার হাতে তুলে দেয়। পুলিশ ২০শে জুলাই, শুক্রবার সকালে ওই যুবককে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।
You May Share This
32 - 32Shares