শান্তনু বিশ্বাস, মিনাখাঁঃ উওর ২৪ পরগনা বসিরহাটের মিনাখাঁ থানা ও এন এস ডি সির যৌথ উদ্যোগে মিনাখাঁ থানার অন্তগর্ত বামনপুকুরিয়া এস এম এম হাইস্কুলে ১৯শে জুলাই, বৃহস্পতিবার শিশুদের নিরাপত্তা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিনাখাঁ থানার পুলিশ, এন এস ডি সির কর্মীরা, বামনপুকুর স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের নবম ও দশম শ্রেনীর ছাত্রছাত্রীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!
মিনাখাঁ থানার পুলিশ পথ নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে বলেন, গাড়ি চালানোর সময় হেলমেটের ব্যবহার অকাল প্রাণ হানি বন্ধ করতে পারে। এই ব্যাপারে পরিবারের সদস্যদের সতর্ক করার দ্বায়িত্ব ছাত্র ছাত্রীদের ও নিতে হবে। বামনপুকুরিয়া স্কুলের নিরাপত্তা বিষয়ের শিক্ষক শিক্ষিকা ও শিশুদের নিরাপত্তা, নারী পাচার ও বাল্য বিবাহ রোধে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান ও ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বোঝান। এমন উদ্ধ্যগে খুশি শিক্ষক-শিক্ষিকা সহ ছাএ-ছাএী সকলে।