শান্তনু বিশ্বাস, হাবরাঃ বাড়িতে কেউ না থাকার সুযোগে সৎ মেয়েকে অশ্লীল ছবি দেখিয়ে শ্লীলতাহানি চেষ্টা করল সৎ বাবা। হাবরা থানার অন্তরর্গত শ্রীনগর ৩০ নম্বর রেল গেট এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, অর্চনা মিস্ত্রি (৩৫) দীর্ঘ ৮ বছর ধরে নলিনী পাল (৪২) এর সাথে সংসার করছিল।
Thank you for reading this post, don't forget to subscribe!
অর্চনার দুই মেয়ে, এক মেয়ে কাজের দরুন বাইরে থাকে। অভিযোগ, মা অচর্না লোকের বাড়িতে কাজ করে ফলে ১৮ই জুলাই, বুধবার বছর দশের মেয়ে কে একা পেয়ে সৎ বাবা তাকে অশ্লীল ছবি দেখিয়ে শ্লীলতা হানি করে। পরে মা বাড়িতে ফিরলে সব কথা বলে দেয় বছর দশের মেয়ে। এলাকার লোকজন ঘটনার কথা জানতেই উত্তেজিত জনতা অভিযুক্ত কে মারধর করে। পরে খবর পেয়ে হাবরা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত কে উদ্ধার করে নিয়ে আসে।
অবস্থা আশঙ্কাজনক হওয়াতে অভিযুক্ত কে এই মুহুর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে। অভিযুক্ত নলিনী পালকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলে, ষড়যন্ত্রের স্বীকার সে, এই ধরনের কোন অপরাধ তিনি করেননি। ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।