অরিন্দম রায় চৌধুরী, ব্যারাকপুরঃ ১৪ই জুলাই, বারাকপুর ওয়েলফেয়ার ইলেকট্রিক এসোসিয়েশন, টিটাগড়, বৌবাজার এর ১ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে, এক অনুষ্ঠানে খরদহ অধীন, জি সি রোড অন্তর্ভুক্ত অঞ্চলের বাসিন্দা শেখ সরীফ উদ্দিন, পেশায় ইলেকট্রিকসিয়ান কর্মতাগিদে একটি দুর্ঘটনায় যিনি প্রাণ হারান তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার ও পরিবার বর্গদের সমবেদনা জানাবার জন্য একটি স্মরন সভার আয়োজন করা হয়। উক্ত ওই স্মরণ সভায় মৃত ব্যাক্তির পরিবার কে আর্থিক সাহায্য দান করা হয়।
সংগঠনের সম্পাদক মিলন মণ্ডল বলেন, “আজ আমাদের এই সংঘটনের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে আমাদেরই সতীর্থ শেখ শরিফ উদ্দিন যিনি কাজ করার সময় একটি দুর্ঘটনায় প্রাণ হারান। আজ আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সাথে সাথে তার পরিবারের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দিলাম।”
মিলন বাবু আরও বলেন, “বর্তমানে আমাদের সদস্যপদ মোট ৭২ জন হয়েছে। এই এসোসিয়েশন, মলতঃ গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনে অর্থ সাহায্য করা, তৎসহ বিভিন্ন প্রকার সামাজিক কাজে অংশ নেওয়ার জন্য আমরা সদাই উদগ্রীব হয় থাকি।”
5 - 5Shares