জয় চক্রবর্তী, বনগাঁঃ উত্তর ২৪ পরগণার বনগাঁয় ১৬ই জুলাই, সোমবার কৃষক বাজারের উদ্বোধন হল। জেলা শাসক অন্তরা আচার্য বনগাঁর কুঠিবাড়ি তে ওই কিষাণ মান্ডির উদ্বোধন করেন। আজই ওই কৃষক বাজার চালু হওয়ায় কৃষকরা তাদের ফসল ওই বাজারে বিক্রি করেন। এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বনগাঁ উত্তর ও দক্ষিণের বিধায়ক বিশ্বজিৎ দাস এবং সুরজিৎ বিশ্বাস, পৌরসভার চেয়ারম্যান, মহকুমা শাসক, বনগাঁর বিডিও, মহকুমা পুলিশ আধিকারিক, জেলা পরিষদের সদস্য ও ভেন্ডার্স ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের পূরণ সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!