বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ১৫ই জুলাই, রবিবার বিকেলে দোতলার ডিপার্চার টার্মিনালের ইমিগ্রেশনের সামনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এখানে কোনো অগ্নিশিখা দেখা যায়নি। তবে প্রচুর পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা ধোঁয়ার সূত্রপাত খোঁজার চেষ্টা করছি।
Thank you for reading this post, don't forget to subscribe!
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমানকর্মী জানান, বিকেলে হঠাৎ ইমিগ্রেশনের পাশে কয়েকটি কক্ষ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগ সবাইকে টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেন। মুহূর্তের মধ্যে গোটা টার্মিনাল ফাঁকা হয়ে যায়। এ সময় হজযাত্রী সহ সিডিউল ফ্লাইটের বিপুল সংখ্যক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার উৎসস্থল খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।