ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
২০ শে জানুয়ারি সকাল সাড়ে ৫ টা নাগাদ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ঘন কুয়াশার জেরে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৯ জন।
মূলত বাসটি নওদার আমতলা থেকে বেলডাঙা হয়ে বহরমপুর যাচ্ছিল। সম্ভবত ঘন কুয়াশার জন্যই বেলডাঙার বেগুনবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে নয়ানজুলির মধ্যে উল্টে যায়।
স্থানীয় সুত্রে দাবী, দুর্ঘটনার পরে সাথে সাথে স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। যদিও ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু নয়ানজুলির জলের মধ্যে বাস উল্টে যাওয়ায় এক মহিলা-সহ ৯ জন যাত্রী প্রাণ হারান এবং ১৩ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আপাতত তাদের স্থানীয় হাসপাতাল এবং বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে প্রাথমিক উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই এই মৃতদেহ শনাক্তকরণ নিয়ে অশান্তি শুরু হয়। অভিযোগ মৃতদেহ শনাক্ত করার সুযোগ না দিয়েই দ্রুত সেগুলি বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এর পরেই বেলডাঙা থানার আইসি-কে ঘেরাও করে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।