Tuesday, March 28, 2023
spot_img

বাংলাদেশের এসএসএফ কে আরও আধুনিক করে গড়ে তোলা হবেঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সদস্যদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার প্রশংসা করে বলেছেন, যুগের সাথে তাল মেলাতে এই বাহিনীকে আরও আধুনিক সুসজ্জিত করে গড়ে তোলা হবে। এসএসএফ-র সদস্যদের ওপর দেশের অতিব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথিদের নিরাপত্তার ভার ন্যস্ত থাকে। আমি খুব কাছ থেকে দেখেছি তাদের কর্তব্যপরায়নতা, আন্তরিকতা এবং কর্মদক্ষতা প্রত্যক্ষ করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ই জুলাই, রবিবার তার তেজগাঁও কার্যালয়ে এসএসএফ-র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। এসএসএফ-র আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা বিদেশি অতিথিরা করে যান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের ভিআইপি অতিথিরা আসছেন বিশেষ করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর থেকে প্রায় প্রতিদিন বা সপ্তাহে ভিআইপিরা আসছেন এবং যারা রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন তাদের নিরাপত্তার জন্য যখন আমরা এসএসএফকে দায়িত্ব দেই তখন তারা নিষ্ঠার সঙ্গে চমৎকার ভাবে দায়িত্ব পালন করেন যে, এসব ভিআইপিরা প্রত্যেকেই যাবার সময় আমার কাছে এই এসএসএফ এর নিরাপত্তার নিয়োজিতদের প্রশংসা করে যান। তিনি আরও বলেন, সেজন্য আমি সত্যি গর্ববোধ করি এবং সেজন্য আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমাদের এই বাহিনীর সকল সদস্যকে। এসএসএফ-র মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিউর রহমানও অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles