33 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশ আজ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণঃ বাংলাদেশের কৃষিমন্ত্রি

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশ আজ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি ১৫ই জুলাই, রবিবার রাজধানীর গাবতলীতে বিএডিসি আয়োজিত “বীজ আলু হিমাগার, সেন্ট্রাল টিস্যু কালচার ল্যাবরেটরি ও গ্রিন হাউজের উদ্বোধন ও বিএডিস”-র বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, “কৃষির সাম্প্রতিক সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশ কে অনন্য মর্যদায় স্থান দিয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল”। তিনি আরও বলেন, “জাতির পিতার ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের কারণেই এ অর্জন সম্ভব হযেছে। বিনামূল্যে ও স্বল্পমূল্যে কৃষি উপকরণ বিতরণ, সহজ শর্তে কৃষিঋণের সুযোগ বৃদ্ধি, কৃষি যান্ত্রিকীকরণে শতকরা ৫০ থেকে ৭০ ভাগ উন্নয়ন সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকের কাছে কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, ই-কৃষির সম্প্রসারণ, বিভিন্ন ফসলের উন্নত জাত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনে গবেষণায় সর্বাধিক গুরুত্ব প্রদানসহ সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। সভাপতিত্ব করেন বিএডিসি-র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। আলোচনা শেষে কৃষিমন্ত্রী বিএডিসি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles