28 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

বাংলাদেশ-ভারত সীমান্তে কোনও সমস্যা নেইঃ রাজনাথ সিং

 

Thank you for reading this post, don't forget to subscribe!

মিজান রহমান, ঢাকাঃ বাংলাদেশ সফরে এসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বললেন, “বাংলাদেশ-ভারত সীমান্তে কোনও সমস্যা নেই”। বৈঠকে সীমান্ত সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে এদিন। ঢাকা সফরের শেষ দিন অর্থাৎ ১৫ই জুলাই, রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ-ভারতের ষষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে নিরাপত্তা সহযোগিতা বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, সীমান্ত হত্যা বন্ধ, অস্ত্র মাদক ও অবৈধ মুদ্রা পাচার সহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয় গুলো উঠে আসে।

বৈঠক শেষে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংশোধিত ভ্রমণ চুক্তি ২০১৮ সই করেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় ভিসা সহজিকরণ চুক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ, সন্ত্রাস দমন, রোহিঙ্গা সমস্যা সমাধান, মাদক প্রতিরোধ, সীমান্ত রাস্তা নির্মাণ, বন্দি বিনিময় চুক্তি আরও কার্যকর করা সহ এসব বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়। এছাড়া ভিসার ক্ষেত্রে বয়স্ক ও মুক্তি যোদ্ধারের বিশেষ সহযোগিতা এবং চিকিৎসা ভিসা যেন আরও সহজ করা যায় এ বিষয়েও কথা হয়। ১৫ই জুলাই, রবিবার সচিবালয়ে সকাল সাড়ে ১০ টায় এ বৈঠক শুরু হয় এবং বৈঠক শেষ হয় বেলা ১২ টায়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৈঠকে দুই দেশের প্রতিনিধিত্ব করেন। ভারত ও বাংলাদেশ মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের এটি নিয়মিত বৈঠক। ২০১৬ সালের জুলাই মাসে নয়াদিল্লিতে সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

Related Articles

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles