শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ উওর ২৪ পরগনার অশোকনগর কল্যানগড় শহরে পুরোহিত চেতনা বাড়ানোর জন্য তাদের একটি সংস্তা “কল্যান সমিতির” পক্ষ থেকে এবছর থেকে শুরু হল গরীব পুরোহিতদের সন্তানদের জন্য উপনয়নের ব্যবস্থা। অশোকনগর গোলবাজারে এই ব্যবস্থা করে ওই সমিতির পক্ষ থেকে। ১৫ই জুলাই, রবিবার মোট ১৪ জন কে উপনয়ন দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে পুরহিত সমিতির এই উদ্যৌগকে স্বাগত জানিয়েছে এবং তাদের বক্তব্য, আগামী দিনে আরও বড় করে এই কাজ করতে পারলে তাহলে অনেক গরিব পরিবার উপকৃত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল অশোকনগর পৌরসভার সি.আই.সি-র সদস্য অনুপ রায়। পুরহিত সমিতির পক্ষ থেকে তার কাছে একটি স্থায়ী ঘরের জন্য আবেদন করা হলে তিনি জানান, আপাতত অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে স্থায়ী কোন ব্যাবস্থা করার।
You May Share This
1 - 1Share