Sunday, September 25, 2022
spot_img

বাংলাদেশ প্রাকৃতিক ভাবে মাছ উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। গত দুই বছর আগেও প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঞ্চম ছিল। তবে এবার মাছ উৎপাদনের এই অগ্রগতির পিছনের মূল কারণ হলো ইলিশ। জাতি সংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএওয়ের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। এফএওয়ের ওই প্রতিবদেন থেকে জানা যায়, বিশ্বে প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও চীন। এর পরেই রয়েছে বাংলাদেশ। আর প্রাকৃতিক ও চাষের মাছ মিলিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং শুধু চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম। এফএও এবং বাংলাদেশের মৎস বিশেষজ্ঞরা বলেছেন, নদী-হাওর-বাঁওড়-খাল-বিল-সমুদ্র ও উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা মাছের উৎপাদনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইলিশের উৎপাদন বৃদ্ধি। প্রাকৃতিক উৎস থেকে ২০১৭ সালে বাংলাদেশে ১০ লাখ ৪৮ হাজার টন মাছ উৎপাদিত হয়। এর মধ্যে ইলিশই ছিল ৫ লাখ টন। জাটকা নিধন সহ সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণে ইলিশের উৎপাদন প্রায় ১.৫ লাখ টন বেড়ে গেছে। আর এই অগ্রগতির এটিউ প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Stay Connected

0FansLike
3,499FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles