Tuesday, March 28, 2023
spot_img

বদলার লক্ষ্যে পুনের বিরুদ্ধে নামছে ATK

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

প্লে অফের ছাড়পত্র পেতে গেলে লিগ টেবিলে প্রথম চার দলের মধ্যে থাকতে হবে ATK-কে। তবে কাজটা খুব একটা সহজ নয়। সেক্ষেত্রে লিগের বাকি সব ম্যাচ জিততে হবে ATK-কে। এই মুহূর্তে ৯ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে ৮ নম্বরে। তবু হাল ছাড়ছে না ATK শিবির। আপাতত ২০ শে জানুয়ারি FCপুনে সিটিকে হারিয়ে কিছুটা এগিয়ে যাওয়াই লক্ষ্যেই রয়েছে ATK শিবির ।

প্রসঙ্গগত ঘরের মাঠে পুনের কাছেই বিধ্বস্ত হতে হয়েছিল ATK-কে। তবে অতীত পরিসংখ্যান মাথায় রাখছে না টেডি শেরিংহ্যামের দল। কারন আগের ম্যাচে নর্থ–ইস্ট ইউনাইটেডকে হারিয়ে মনোবল অনেকটাই বেড়ে গেছে। তাই পুনের বিরুদ্ধে ঘরের মাঠে হারের প্রতিশোধের ভাবনা কিছুটা রয়েছে।

আগের তুলনায় শক্তি বাড়িয়ে পুনের বিরুদ্ধে নামছে ATK। বর্তমানে দলে যোগ দিয়েছেন স্ট্রাইকার মার্টিন প্যাটারসন ও ডেভিড কোটেরিল। ফলে গোলের জন্য চিন্তা কিছুটা কমবে শেরিংহ্যামের। তাঁর একটাই লক্ষ্য ঘরের মাঠে হারের বদলা নেওয়া। পুনের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, “ঘরের মাঠে ১–৪ ব্যবধানে হারতে হয়েছিল। এবার ওই হারের বদলা নিতে চাই।”

Related Articles

Stay Connected

0FansLike
3,750FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles