ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলেই দেশে ফিরে আসতে হল ঋদ্ধিমান সাহাকে। দ্বিতীয় টেস্ট শুরুর সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, ঋদ্ধির হ্যামস্ট্রিং পেশিতে চোট লাগার কারণে তাঁর বদলে পার্থিব প্যাটেলকে নেওয়া হয়েছে। কিন্তু, দ্বিতীয় টেস্টে তেমন কোন পারফর্ম করতে পারেননি পার্থিবও। তাই তাকেও বাদ দিয়ে দীনেশ কার্তিককে নিয়ে আসা হয়েছে ম্যাচে।
অপরদিকে ১৯ শে জানুয়ারি দেশে ফিরে এলেন ঋদ্ধিমান সাহা। এদিন সকাল আটটা নাগাদ বিমান কলকাতায় নামে। সকাল সাড়ে আটটা নাগাদ বিমানবন্দরের বাইরে বেড়িয়ে আসেন সস্ত্রীক ঋদ্ধি।
তবে ঋদ্ধিমানের চোট নিয়ে ইতিপূর্বেই বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে। জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক সম্বরণ ব্যানার্জি কদিন আগেই বলেছিলেন, “এই টেস্ট ম্যাচে ঋদ্ধির ড্রপ হওয়াটা খুবই দূর্ভাগ্যজনক। আমরা কেউ কল্পনাই করতে পারিনি যে ঋদ্ধিকে এই টেস্ট ম্যাচ থেকে বাদ দেওয়া হবে। কারণ, টেস্ট ম্যাচ শুরু হওয়ার একদিন আগে পর্যন্ত দেশের কোনও খবরের কাগজেই ঋদ্ধির চোটের খবর প্রকাশিত হয়নি। আমার সঙ্গে যদিও ব্যক্তিগতভাবে ওর কোনও কথা হয়নি। তবে আমার মনে হয়, লোয়ার ব্যাটিং অর্ডারকে আরও শক্তিশালী করতে ওর বদলে পার্থিবকে নেওয়া হয়েছে।”
এর পাশাপাশি দ্বিতীয় টেস্ট ম্যাচ পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার বলেন, “এই ম্যাচে আমরা ঋদ্ধিমান সাহাকে দলে পাইনি। ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। ও একটা অন্য মাত্রার উইকেট কিপিং করে।”