জয় চক্রবর্তী, বনগাঁঃ ১২ই জুলাই, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ জয়পুর এলাকা থেকে শ্রীবাস ঘোষ ওরফে গদাই (৩৫) নামে এক যুবককে গভীর রাতে আটক করে৷ তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি ও দুটি বোমা। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে ১৩রা জুলাই, শুক্রবার সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।
You May Share This
1 - 1Share