Thank you for reading this post, don't forget to subscribe!
শান্তনু বিশ্বাস, হাবড়াঃ উওর ২৪ পরগনার হাবরা থানার অন্তর্ত গত মছলন্দপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হল ৪ জন সহ ২ শিশু রোহিঙ্গাকে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১০রা জুলাই, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ মছলন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় ৩ মহিলা, দুই শিশু ও একজন পুরুষ কে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে সেখানে যায় হাবরা থানার পুলিশ। আটক করে ওই ৬ জনকে, পরে তাদের গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। দিনভর জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা মায়ানমার থেকে অবৈধ ভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেছে।
ধৃতদের নাম, মহম্মদ জোসিম (৪৫), হোসেনারা (১৮), রোমিদা (১৮), মমতাজ (২২) এবং মমতাজের দুই সন্তান রহমান (৩) ও রোজিয়া ফতেমা (৫)। তারা কী কারনে ভারত আসলো, তাদের সাথে অন্য কোন যোগ সূএ আছে কী না। পুরো বিষয়টি তদন্তের সাথে আজ তাদের ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়।