জয় চক্রবর্তী, বনগাঁঃ পুলিশ পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার দায়ে ইছাপুরের নোয়াপাড়া থানা এলাকার বাসিন্দা অরুন দাস ওরফে কাকা (৫২) নামে এক পৌঢ়া কে গতকাল ১০রা জুলাই, মঙ্গলবার সন্ধায় গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। সূত্রের খবরে জানা যায়, সপ্তাহ খানিক আগে রনজিৎ দাস ও অপূর্ব গোস্বামী কে রানাঘাট থানার অফিসার পরিচয় দিয়ে থানায় আটক করা মাল বিক্রির নাম করে বনগাঁর এক যুবক কে প্রতারনার দায়ে গ্রেফতার করা হয়েছিল। তাদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করে জানতে পারে তাদের দলের আর এক সদস্য থানার মেজবাবু পরিচয় দিত এবং তার নাম অরুন দাস।
অরুন দাস কে একটি কাজের নাম করে গোপাল নগর বাজার এলাকায় ওই ধৃত দুই জন কে দিয়ে ফোন করে ডাকিয়ে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। পুলিশের চোখে পরে, বনগাঁ শহরে এক বছরে যত গুলি কেপমারি হয়েছে তার সিসিটিভি ফুটেজের ছবির সাথে অরুন দাসের মিল রয়েছে। ২০১৭ সাল থেকে হাসপাতাল চত্তর, কোর্টে মোড়, বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধাদের কখনও ভুল বুঝিয়ে, কখনও বা ভয় দেখিয়ে সোনা দানা, টাকা পয়সা নিয়ে পালানোর ৭ টি ঘটনা ঘটে। বনগাঁ থানা এই পুলিশের ছদ্মবেশে থাকা কেপমারকে খুঁজছিল অনেকদিন ধরেই৷ অরুন কে দেখে চিনে সনাক্ত করেন স্নেহলতা মজুমদার, ছামেনা মন্ডল, রত্না ঘোষ নামে জনৈক বৃদ্ধারা। ধৃতকে জেরা করে উদ্ধার হয় পুলিশের পোশাক পরা ছবি, দুটি আধার কার্ড, ভুয়ো নথিপত্র। বনগাঁ থানার পুলিশ ধৃত কে গ্রেফতার করে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে মহকুমা আদালতে পাঠিয়েছে।